সিলেট: পবিত্র ঈদুল আজহার ১৬দিন ছুটি শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) খুলছে আগামী রোববার। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জোবায়ের আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী রোববার থেকে যথারীতি শাবির একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, শিক্ষার্থীরা ঈদের ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এবং পার্শ্ববর্তী মেসে আসতে শুরু করেছে। ফলে ক্যাম্পাস আবার জমজমাট হয়ে গেছে। উল্লেখ্য, ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হলেও শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ সেপ্টেম্বর থেকে মূলত ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে আবার ক্লাস পরীক্ষা আরম্ভ হবে ৪ অক্টোবর রোববার।