Home রাজনীতি শামসুজ্জামান দুদু আটক

শামসুজ্জামান দুদু আটক

360
0

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২ টার দিকে তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে আটক করা হয়। ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পুর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। সেখান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আইনশৃক্সক্ষলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে বলে জানান তিনি।

Previous articleআন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল
Next articleএরদোগান পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের সত্যতা পাওয়া যায়নি