Home Uncategorized শাল্লায় দুই ছাত্রলীগ নেতার মারামারির ঘটনায় মামলা দায়ের

শাল্লায় দুই ছাত্রলীগ নেতার মারামারির ঘটনায় মামলা দায়ের

884
0

স্টাফ রির্পোট: গত ২৩ এপ্রিল শাল্লা উপজেলায় জেলা ছাত্রলীগ নেতা পলাশ সরকার পল্টু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিহির রঞ্জন দাসের মধ্যে মারামারির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মিহির দাসের পিতা চানসোনা দাস বাদি হয়ে গতকাল শাল্লা থানায় মামলাটি দায়ের করেন।মামলা নং -১।মামলায় ছাত্রলীগ নেতা পলাশ সরকার পল্টু ও স্থানীয় ব্যাবসায়ী বুবাই সরকার সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ক আসামী করা হয়।মামলার সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি দেলোয়ার হোসেন।

উল্ল্যেখ্য গত ২৩ এপ্রিল পূর্ব শত্রুতার জেরধরে শাল্লা উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলার সামনে পলাশ সরকার পল্টু ও মিহির রঞ্জন দাসের মধ্যে মারামারি হলে মিহির রঞ্জন দাস আহত হয়।পরে বিষয়টি স্থানিয় ভাবে সমাধানের উদ্দ্যোগ নিলেও স্থানিয়রা ব্যার্থ হয় পরে বিষয়টি মামলায় গড়ায়।

এবিষয়ে জেলা ছাত্রলীগ নেতা পলাশ সরকার পল্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন মিহির আমার ছোট ভাই তাকে আমি মারিনি একটা বিষয়ে তাকে আমি শাষণ করেছি।

এবিষয়ে মিহির রঞ্জন দাসের সাথে বার বার মোবাইলে যোগাযোগ করে হলে তিনি ফোন ধরেননি।

Previous articleঘুম থেকে উঠে দেখলেন পা নেই !
Next articleসরকার ভয় ভীতি সৃষ্টি করে বিরোধী দলকে ধ্বংস করতে চায়: আমীর খসরু