Home জাতীয় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন

1129
0

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মুল ভবনের ভেতরে আগুন লেগেছে। বেলা দেড়টার দিকে বিমান বন্দরের ভেতরে দ্বিতীয় তলায় অবস্থিত সৌদী এয়ার লাইন্সের অফিসে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনার পর বিমানবন্দর এলাকায় অবস্থানরত সবাইকে বের করে দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১ টা ৪০ মিনিটের দিকে তারা বিমান বন্দরের ভেতরে মুল ভবনে আগুন লাগার সংবাদ পান। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। বেলা ২টার পর শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিলো।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু তাৎক্ষনিক কিছুই জানা যায়নি।

Previous articleখায়রুল হক অনুশোচনার বদলে অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন: মির্জা ফখরুল
Next article৩৮তম বিসিএসে আবেদনে রেকর্ড