জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রাম এলাকায় অবস্থিত শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্বি ইসলামিক সোসাইটির সেক্রেটারী মাষ্টার আবু তাহিদ। মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় অুনষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাষ্টার মোবাশ্বির খান, মাষ্টার ওয়ারিছ উদ্দিন, ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান, ডাঃ মতিউর রহমান বাদশা, কবির উদ্দিন, সাংবাদিক আলী আছগর ইমন, হাফিজ কামরুল ইসলাম প্রমূখ।