Home ঢাকা শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

1075
0

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরী অবতরণ করেছে। ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করে।

বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি আজ সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট’ এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তবে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ পাখির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যান্ত্রিক গোলযোগের কারণে ড্যাশ-৮ কিউ ৪০০ বিমানটি জরুরি অবতরণ করে। ফ্লাই করার পর পাইলট যান্ত্রিক ত্রুটি দেখতে পান। এরপর এয়ারক্রাফটটি জরুরিভাবে অবতরণ করানো হয়। কিছুক্ষণের মধ্যে ওই ফ্লাইট আবার ছেড়ে যায়। কারও কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

একটি বেসরকারি এয়ারলাইন্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানের উড়োজাহাজটি জরুরি অবতরণ করার সময় নিয়ম অনুযায়ী রানওয়ে খালি করে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়।

Previous articleতিন দফা তল্লাশির পর ঈদগাহে প্রবেশ করানো হবে: ডিএমপি কমিশনার
Next articleমহাসড়কে যানজটের কোনো খবর নেই: সেতুমন্ত্রী