ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ এক ভারতীয়কে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা। শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার সোহেল খান জানান, আটক রওশন আলীর (৩২) কাছে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি বলেন, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওশন ব্যাংকক থেকে বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন এলাকায় তার ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো পাওয়া যায়। জব্দকৃত সোনার দাম প্রায় দুই কোটি টাক বলে জানান এই শুল্ক কর্মকর্তা।