ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং থেকে আসা একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার মধ্যরাতে হংকং থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় ছয় কোটি টাকা বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
.