Home ক্যাম্পাস শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সিকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সিকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

1227
0

সিকৃবি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষার্থী মো. ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে ঘুরে দেখা গেছে, শোকে মুহ্যমান সকল শিক্ষক-ছাত্র, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো ক্যাম্পাস। ক্লাসরুম গুলো ফাঁকা। নেই কর্মচাঞ্চল্য। সবার চোখে মুখে একটাই অভিব্যক্তি, তারা ওয়াসিম হত্যার বিচার চান।

উল্লেখ্য, শনিবার সিলেট-ময়মনসিংহ সড়কে চলাচল করা উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা একপর্যায়ে ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ওয়াসিম বাস থেকে রাস্তায় পড়ে যান এবং চালক বাস না থামিয়েই তার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।

Previous article১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোচিং বন্ধ থাকবে
Next articleকেউ ক্ষুধার্ত, চিকিৎসাহীন থাকবে না: প্রধানমন্ত্রী