আবুল হোসাইন, দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর,দেশের কর্নধার। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আগামী দিনের সোনালী স্বপ্ন। আমাদের দেশের শিক্ষার হার বাড়ছে টিক,কিন্তু শিক্ষার গুনগত মান উন্নয়ন হচ্ছে না। তাই শিক্ষার হারের সাথে সাথে শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দিরাই উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৪ সালের এস.এস.সি,দাখিল,ও জে.এস.সি, জে.ডি.সি,ও পি.এস.সি, ই.এস.সি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া । বক্তব্য রাখেন তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, সরমঙ্গল ইউপি চেযারম্যান এহসান চৌধুরী,জগদল ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শিক্ষা অফিসার আ: রাজ্জাক কৃষি অফিসার শফিকুর রহমান প্রমুখ। উক্ত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৩২ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।