Home আঞ্চলিক শিবির নেতা সৈয়দ ফাহিমের বাসায় ছাএলীগের হামলা

শিবির নেতা সৈয়দ ফাহিমের বাসায় ছাএলীগের হামলা

228
0

সিলেট : গত রাত ২ঘটিকার সময় শিবির নেতা সৈয়দ ফাহিম আহমেদ সিলেট শহরের তালতলা বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। ফাহিম দেশের বাহিরে থাকায় তারা কাউকে আক্রমণ করতে পারেনি।

সৈয়দ ফাহিম নর্থ ইস্ট ইউনিভাসিটির এর একজন মেধাবী ছাত্র ছিলেন। সে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় ছাত্রনেতা হওয়ায়, ২০১৭ সালে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের কিছু দুষ্কৃতিকারী কর্মীরা তার বাসায় নাটকীয় ভাবে হামলা চালায়। ঐ সময় তারা ফাহিমের বাবার হাত ভেঙ্গে দেয় এবং তার পায়ের রগ কেটে দেয়ার চেষ্টাও চালায়। যারফলে তার পরিবার তাকে দেশে আসাটা অনিরাপদ মনে করে।

২০২১ সালে তার পরিবার তাকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়। বর্তমানে সে ইউরোপের মানবতাবাদী দেশ লন্ডনে অবস্থান করছে।

ফাহিমের বাবা বলেন, আমি একজন ডায়বেটিস রোগী তাছাড়া আমার ছেলে দেশেও নাই তবুও তারা বার বার আমার বাসায় হামলা চালায়। গত রাতে ৮-১০জনের একটি দল বাসার গেইট ভেঙে ঢুকার চেষ্টা করেছে। উচ্চবাচ্য করে নানা হুমকি দিয়েছেগেছে।

দ্বিতীয়বার এমন নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর শিবির নেতৃবৃন্দ।

Previous articleলন্ডনে জাস্টিস ফর ভিকটিমস এর মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত
Next articleআমাদের গণতন্ত্র খুবই স্বচ্ছ: পররাষ্ট্রমন্ত্রী