জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর হান্নান রনিকে (৪০)। তিনি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও বর্তমান থানা আ’লীগের সদস্য।
থানা সূত্রে জানা গেছে, গত ২৫শে নভেম্বর সকালে গ্রেপ্তারকৃত কাউন্সিলর উপজেলার দানেজপুর গ্রামের বার বছরের এ শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে রনি পালিয়ে যায়। এ ঘটনার পর ওই শিশুর পরিবার বাদী হয়ে গত ২৭শে নভেম্বর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-৭৪)। সে কয়েকদিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদের উত্তর দিকে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় রনিকে গ্রেপ্তার করে পুলিশ। সে বালিঘাটা বাজার এলাকার মৃত হাসান আলী পুত্র। আজ সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।