ঢাকা: পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসনী দালানে আশুরার তাজিয়া সমাবেশে বোমা হামলায় আহত জামাল উদ্দিন (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জামাল পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। এ নিয়ে ওই বোমা হামলার ঘটনায় দুজন মারা গেলেন।
গত ২৩ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে হোসনী দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে।
সেদিনই সাজ্জাদ হোসেন সানজু নামের এক যুবক নিহত এবং শতাধিক আহত হয়। আহতের মধ্যে ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ৩২ জনকে মিটফোর্ট হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে ঢাকা মেডিকেলে আসা ৭০ জনের মধ্যে নয়জনকে ভর্তি করানো হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। মূলত তারা বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন।