Home রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে: এমএ মান্নান

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে: এমএ মান্নান

483
0

জগন্নাথপুর প্রতিনিধি: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এক সময় দেশে ভাত-কাপড়ের অভাব ছিল, এখন দেশে কোন অভাব নেই। আগের মতো দেশের কোথাও এখন আর মাটির ঘর দেখা যায় না। দেশের প্রতিটি অঞ্চলে এখন দালান ও টিনের ঘর রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশের আশা-ভরসা। তোমাদের কোন ভয় নেই। তোমরা শুধু মনযোগ সহকারে লেখাপড়া করো, মিথ্যা কথা বলবে না।। তিনি আরো বলেন, জনগণের কাছে বর্তমান সরকারের বার্তা হচ্ছে, ছেলে-মেয়ে সমানভাবে সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। এ বিষয়ে সকলকে আরো সচেতন হতে হবে।
শনিবার জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী ছালিক এম সোবহানের সভাপতিত্বে এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কবির উদ্দিন ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমরান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান্নুর প্রমূখ। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মুরসালিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন কুমার সাহা, আকবর আলী, মখলিছুর রহমান, মনি রাণী ঘোষ, জাহিরুল ইসলাম চৌধুরী, মোফাজ্জল হোসেন, আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুবলীগ নেতা শশীকান্ত গোপ, ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, তোহা চৌধুরী, লিটন তালুকদার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৭ তম বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

Previous articleসুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন নিয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত
Next articleমেয়াদ শেষ হলেও গুরমার হাওরের মাহমুদপুর কম্পার্টমেন্টাল বাধেঁ মাটি পরে নাই