শেখ হাসিনা চোরাবালিতে দাঁড়িয়ে আছেন: মির্জা ফখরুল

0
497

Fokrul 06
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোরাবালিতে দাঁড়িয়ে আছেন। তার পায়ের তলায় মাটি নেই। তিনি রাজনীতির ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছেন। যত চেষ্টাই করুন না কেন এই প্রযুক্তির যুগে মানুষকে আর বোকা বানানো যাবে না। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনের সেমিনার হলে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা হিটলার,মোছলিনি, আইয়ুব খান, এবং এরশাদের স্বৈরশাসন দেখেছি। তারা কেউ টিকতে পারেনি। ক্ষমতা কখনো জোর করে ধরে রাখা যায়না। ক্ষমতা জণগনের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, দেয়ালের লিখন বুঝুন, কান পেতে জণগনের কথা শুনুন তারা কি চায়। তারা চায় একটি নির্বাচন, সুতরাং সব দলের অংশগ্রহনে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ নভেম্বরের চেতনায় মহিলা দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।