লন্ডন থেকে মু সাইফুর রহমান পারভেজ: লন্ডন প্রবাসীদের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করার জন্য শেখ হাসিনার প্রবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র, জননেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা। মোল্লা বলেন, প্রবাসীদের বিরুদ্ধে শেখ হাসিনার বিচারের এমন দাবী দেশপ্রেমিক প্রবাসীদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, মানুষ তার ঘৃন্য এ দাবীকে প্রত্যাখ্যান করেছে।
বিদেশিদের হত্যা নিয়ে জামায়াতকে জড়ানোর গভীর নিন্দা জানিয়ে জননেতা মোল্লা বলেন, অবৈধ এ সরকার ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করতে জামায়াতকে মরনকামড় দিতে চায়, তারা বিদেশিদের হত্যার সুষ্ঠু তদন্ত না করেই মজলুম জামায়াতের উপর এর দায় চাপাতে ব্যাস্ত, যার অশুভ ফল অবৈধ এ সরকারকে অচিরেই ভোগ করতে হবে। সরকার পতনের আন্দোলনে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানিয়ে মোল্লা জানান, অবৈধ হাসিনার হরিলুটের দিন ফুরিয়ে এসেছে, দেশময় আন্দোলন জোরদার করুন। রাজনৈতিক দল হিসেবে জামায়াত প্রসঙ্গে পরিশেষে ব্যারিস্টার মোল্লা বলেন, জামায়াত কারো দয়ার উপর প্রতিষ্ঠিত নয়, দেশের নিবন্ধিত অন্যতম জনপ্রিয় দল হচ্ছে জামায়াত,জনপ্রিয় এ শক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। আজ এনটিভি ইউরোপের রাজনৈতিক আলাপচারিতায় ব্যারিস্টার আবু বকর মোল্লা উপরোক্ত কথাগুলো বলেন।