Home রাজনীতি শেখ হা‌সিনা‌কে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী

শেখ হা‌সিনা‌কে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী

572
0

অনলাইন প্র‌তি‌বেদক: শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আছে, তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেয়ার নানা ষড়যন্ত্র হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার‌ বি‌কে‌লে ‘শেখ হাসিনা: বাংলাদেশের স্বপ্নসার‌থি’ শিরোনামে আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে জাতীয় শিল্পকলায় আ‌য়ো‌জিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ড. হাছান মাহমুদ ব‌লেন, বঙ্গবন্ধুকে যখন তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পথ বেছে নেয়। আজকেও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারতো। কিন্তু রাজনৈতিকভাবে ক্রমাগতভাবে তারা পরাজিত হয়েছে। তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আজকে শেখ হা‌সিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আছে।
বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আজকে ও তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আছে। আমরা শুধু শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্র নয় একটি উন্নত জাতী গঠন করতে চাই।

Previous articleলক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সিরিয়ায় অভিযান চলবে: এরদোগান
Next articleরাজপথের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি হবে: ব্যারিস্টার মওদুদ