Home Uncategorized শৈলকুপায় ইবির বাসে আগুন

শৈলকুপায় ইবির বাসে আগুন

1034
0

Bus Agun 01
ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের শাখা কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ি থামিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ইবির ছাত্ররাই বাসে আগুন দিয়েছে। ইবি ছাত্রলীগের কমিটি ঘোষনার পর বঞ্চিত গ্র“পের সমর্থকরা বাসে আগুন দিতে পারে বলে পুলিশ মনে করছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Previous articleব্র্যাকের সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
Next articleদেশে কর্মসংস্থানের অভাব নেই: কৃষিমন্ত্রী