Home বিশেষ সংবাদ সংকট সমাধানে দ্বার উন্মোচিত হয়েছে: ব্যারিস্টার মওদুদ

সংকট সমাধানে দ্বার উন্মোচিত হয়েছে: ব্যারিস্টার মওদুদ

747
0

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
মওদুদ আহমদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে। এ দ্বার উন্মোচিত থাকলে সকলেই এর সুফল পাবে।
ররিবার রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনার হিসাবে কারও নামের তালিকা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মওদুদ বলেন, নামের তালিকা দেওয়া হয়েছে। যতজন প্রয়োজন ততজনেরই নাম দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা যাবে না।
রাষ্ট্রপতি বিএনপির প্রস্তাব পুরোপুরি মেনে নিবেন কি না-এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, এটা পৃথিবীর কোন দেশেই সম্ভব নয়। তবে আমরা আশা করছি, রাষ্ট্রপতির সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার (১৮ ডিসেম্বর) প্রথম দিনেই বিএনপির সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

Previous articleথার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা পর উন্মুক্ত স্থানে সমাবেশ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleবহিরাগতদের নারায়ণগঞ্জ ছাড়ার নির্দেশ