
ঢাকা: আগামী বছর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপ্রতি যে ভাষণ দেবেন তার খসড়া সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৪ চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রিসভা এছাড়া বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে।