Home রাজনীতি সংসদে সত্যিকারের বিরোধীদল দেখতে চায় সরকার: নাসিম

সংসদে সত্যিকারের বিরোধীদল দেখতে চায় সরকার: নাসিম

522
0

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নৈরাজ্য ও নেতিবাচক রাজনীতির দিন শেষ হয়ে গেছে। বিএনপিকে ধ্বংসাত্বক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি’র নির্বাচিত এমপিদের সংসদে যোগদান যেমন ইতিবাচক তেমনি বগুড়ায় উপ-নির্বাচনে অংশগ্রহণের সিদ্বান্তও দেশের রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা। আওয়ামী লীগসহ ১৪ দল বিশ্বাস করে দেশে একটি সত্যিকারের বিরোধী দল সংসদে সরকারের ভুলক্রটি তুলে ধরে সমালোচনা করুক।
বুধবার বিকেলে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদরের ছোনগাছায় এক ইফতার মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
ইফতার মাহফিলে বিশেষ দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবসহ জাতীয় চারনেতা এবং একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুদুর রহমান।

Previous articleবাগেরহাট পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
Next articleউন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর