Home জাতীয় সংসদ ভেঙে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দিতে হবে: ফখরুল

সংসদ ভেঙে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দিতে হবে: ফখরুল

738
0

নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে আগামী নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে নির্বাচনের আগে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি, সকল রাজবন্দীর মুক্তি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে সমাপনী বক্তব্যে তিনি এসব বলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে ক্ষমতাসীন সরকার অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Previous articleশেখ হাসিনা জীবিত আছেন যতদিন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন: হানিফ
Next articleতথ্যপ্রযুক্তিতে নারীরা দক্ষ হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে: স্পিকার