Home আঞ্চলিক সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শাহপরান গেইট এলাকায় জামায়াতের মিছিল

সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শাহপরান গেইট এলাকায় জামায়াতের মিছিল

682
0

সিলেট: আওয়ামী অবৈধ সরকার কর্তৃক জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মো: মুজাহিদকে বিচারিক হত্যার প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। রোববার রাতে শহরতলীর শাহপরান গেইট এলাকায় সিলেট মহানগরীর শাহপরান (র.) পুর্ব সাংগঠনিক থানার উদ্যোগে শাহপরান গেইট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-থানা জামায়াতের সেক্রেটারী চৌধুরী আব্দুল বাছিত নাহির, জামায়াত নেতা এস.এম মনোয়ার হোসাইন, ছাত্র শিবির নেতা ইসলাম উদ্দিন, মামুন হোসাইন ও মিয়া মোহাম্মদ রাসেল প্রমুখ।

নেতৃবৃন্দ-বিচারের নামে অবিচার চালিয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সাবেক সফল সমাজকল্যান মন্ত্রী আলী আহসান মো: মুজাহিদকে শহীদ করার প্রতিবাদে জামায়াত আহুত সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল সফলের আহবান জানান। তারা বলেন, বিচারিক হত্যাকান্ডের প্রতিবাদে দেশবাসীকে গর্জে উঠতে হবে। বিতর্কিত বিচার ব্যাবস্থার মাধ্যমে নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যার পরিনতি ভাল হবেনা। জনগনের আদালতে একদিন সকল হত্যাকান্ডের জবাব অবৈধ আওয়ামীলীগ সরকারকে দিতে হবে।

Previous articleরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি    
Next articleপ্রাণভিক্ষার আবেদন দেখানো হোক: মুজাহিদের ছেলে