ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান (ওএসডি) সচিবের বৈঠকের খবরকে মিথ্যা ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল বলেন, বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে- ‘বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সরকারি কর্মকর্তাদের গুলশান কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে’। এ খবরটি আদৌ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার কোনো সত্যতা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ সংবাদ প্রচার করা হচ্ছে।
মির্জা ফখরুল এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল গণমাধ্যম ও জনসাধারণকে আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গুলশান কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের মাঝে রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিজ্ঞপ্তিটি বিলি করেন।