Home জাতীয় সচিবদের সঙ্গে খালেদার বৈঠকের খবর মিথ্যা: মির্জা ফখরুল

সচিবদের সঙ্গে খালেদার বৈঠকের খবর মিথ্যা: মির্জা ফখরুল

470
0

Fokrul 04
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান (ওএসডি) সচিবের বৈঠকের খবরকে মিথ্যা ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল বলেন, বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে- ‘বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সরকারি কর্মকর্তাদের গুলশান কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে’। এ খবরটি আদৌ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার কোনো সত্যতা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ সংবাদ প্রচার করা হচ্ছে।
মির্জা ফখরুল এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল গণমাধ্যম ও জনসাধারণকে আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গুলশান কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের মাঝে রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিজ্ঞপ্তিটি বিলি করেন।

Previous articleখালেদা জিয়ার সঙ্গে সাবেক সরকারি কর্মকর্তাদের বৈঠক
Next articleইসলামী আন্দোলনের মহাসমাবেশে পুলিশের বাধা