ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভাবছে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছে। মানুষ রাস্তায় নামছে না। কিন্তু তাদের এই ধারণা সঠিক নয়। মানুষ সময়ের অপেক্ষায় রয়েছে। সঠিক সময়ে গণ-বিস্ফোরণ ঘটবেই।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক এমাজউদ্দিন বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন, ড. জাফর উল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ আজিজ প্রমুখ।