সত্যের জয় একদিন হবেই: মীর কাসেম আলী

0
1124

ঢাকা: নিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর উচ্চস্বরে ট্রাইব্যুনালে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলী বলেছেন, শিগগিরই সত্যের বিজয় হবে। তিনি বলেন, ‘মিথ্যা ঘটনা, মিথ্যা সাক্ষী, কালো আইনে এই রায় দেওয়া হয়েছে। শিগগিরই সত্যের বিজয় হবে।’
উচ্চস্বরে মীর কাসেম আলী ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে এ কথা বলার সময়ই পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে হাজতখানায় নিয়ে যায়।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, তার বিরুদ্ধে আনীত ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে।
১১ নম্বর অভিযোগে সর্বসম্মতিক্রমে মীর কাসেম আলীকে ফাঁসি দিলেও ১২ নম্বর অভিযোগের বিষয়ে একজন বিচারপতি দ্বিমত পোষণ করেছেন। ফলে এই অভিযোগে তাকে সংখ্যাগরিষ্ঠের রায়ে ফাঁসি দেওয়া হয়েছে।