Home রাজনীতি সদর উপজেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে পদপ্রত্যার্শীদের দৌড়ঝাপ

সদর উপজেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে পদপ্রত্যার্শীদের দৌড়ঝাপ

763
0

 

আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট সদর উপজেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে পদ প্রত্যাশীদের দৌঁড়-ঝাপ অব্যাহত রয়েছে। যুবলীগের বর্তমান নেতাকর্মীদের মধ্যে চলছে এ দৌঁড়-ঝাঁপ, লবিং ও প্রতিযোগিতা। আগামী ১৫ মার্চ সদর উপজেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে কাঙ্খিত পদ পেতে তারা নানাভাবে লবিং এ ব্যস্ত। বিশেষ করে আহ্বায়ক পদে কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জিম হোসেন, কুতুব মিয়া। এ তিন জনের মধ্যে কে হবেন নেতাদের নেতা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে অধিকাংশ নেতাকর্মীদের দাবী দলের দুর্দিনে যাকে সব সময় কাছে পাওয়া গেছে তাকে যেন মূল্যায়ন করা হয় আহ্বায়ক কমিটিতে। বিগত দিনের রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালনে শাহিনুর রহমান শাহিনকে দেখা গেছে এমন মতবাদ ব্যাক্ত করে অনেক নেতাকর্মী বলেন, তার কর্মকান্ড আওয়ামী পরিবারের সুফল বয়ে আনবে।

Previous articleযে কারণে বাংলাদেশ সাবমেরিন কিনেছে
Next articleনির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেয়ার ক্ষেত্র তৈরি করব: সিইসি