Home জাতীয় সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে একত্রে লড়াই করবো: ফ্রান্সকে প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে একত্রে লড়াই করবো: ফ্রান্সকে প্রধানমন্ত্রী

627
0
ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে সন্ত্রাসী সিরিজ হামলায় বহু নিরীহ মানুষ নিহত এবং অনেক লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, প্যারিসে সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি এবং আরো অনেক আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে আমি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সংহতি জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী এবং সভ্য সমাজে তাদের কোন স্থান নেই। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে আমরা একত্রে লড়াই চালিয়ে যাবো।

তিনি বলেন, আপনার কাছে আপনার মাধ্যমে ফ্রান্সের জনগণের প্রতি আমার গভীর শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

Previous articleসিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
Next articleপ্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করে ক্ষমতায় যেতে খালেদার গোপন চুক্তি