Home রাজনীতি সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক জামায়াতের

সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক জামায়াতের

397
0

ঢাকা: রাজধানীর হোসেইনী দালানের সামনে বোমা হামলার মত পৈশাচিক ও মর্মান্তিক ঘটনার মোকাবেলায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ এক বিবৃতিতে এই আহবান জানান। তিনি বলেন, শিয়া মুসলিম সম্প্রদায় যুগযুগ ধরে পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল বের করে আসছে। বাংলাদেশে তাজিয়া মিছিলে কখনো বোমা হামলা হয়নি। এই ঘটার পর জাতি আশা করেছিল সরকার বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলার ডাক দিবে। কিন্তু অত্যন্ত দু:খজনক সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জাতীয় ঐক্যের আহ্বানের পরিবর্তে রাজনৈদিক প্রতিপক্ষকে দোষারোপ করছেন।

তিনি বলেন, তাজিয়া মিছিলে বোমা হামলা আমাদের জাতীয় জীবনে বড় ধরনের সন্ত্রাসী ঘটনা। এই ঘটনা কারা ঘটিয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করা জরুরি। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। কিন্তু সরকার ও প্রশাসন তদন্তের আগেই যেভাবে বিরোধী দল বিশেষ করে বিএনপি-জামায়াত ও শিবিরকে দায়ী করে বক্তব্য দিতে শুরু করেছেন তাতে প্রকৃত সন্ত্রাসী চিহ্নিত হবে না। ফলে দুর্বৃত্তরা আড়ালেই থেকে যাবে। ডা: শফিকুর বলেন,সন্ত্রাসীদের মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে জনগণের সুদৃঢ় ঐক্য। এ ছাড়া দুর্বৃত্তদের মোকাবেলা করা সম্ভব নয়। এ ব্যাপারে আগাম বক্তব্য দিয়ে তদন্তকে প্রভাবিত না করার আহবান জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত হলেই কেবল প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত ও দমন করা সম্ভব হবে।

তিনি দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, জামায়াত শিবিরের সঙ্গে এই নৃশংস ঘটনার কোন সম্পর্ক নেই। আমরা এ ধরনের সন্ত্রাসী, প্রাণঘাতী ও নোংরা কর্মকাণ্ডকে তীব্রভাবে ঘৃণা করি। সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকার কোন ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করলে তার দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Previous articleপবিত্র আশুরার ত্যাগের শিক্ষা মুসলিম জাহানের প্রেরনার অন্যতম উৎস
Next articleঅপরাধীরা সন্ত্রাসী হামলা চালিয়ে পার পাবে না: প্রধানমন্ত্রী