Home শিক্ষা সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবন সচল রাখা সম্ভব

সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবন সচল রাখা সম্ভব

963
0

BRAC Chatrobondu MilonMela Photo-02-12-14
সিলেট: আজকের তরুন শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কান্ডারী। তাদের শিক্ষিত করে তোলার মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কমিউনিটির শিক্ষিত মানুষকে স্বেচ্ছাসেবক মুলক কাজে উৎসাহিত করার মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুনিশ্চিতভাবে সচল রাখতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যাক্তিগত সমন্বিত ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কিত সহযোগিতা প্রদান ও তাদের মধ্যে মুল্যবোধ জাগ্রত করে তাদেরকে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্রাকের এই মহৎ উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।
মঙ্গলবার ব্রাক ছাত্রবন্ধু শিক্ষা কার্যক্রম কর্মসুচীর অংশ হিসেবে সিলেট এর গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী ছাত্রবন্ধু মিলনমেলা-২০১৪ অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সিলেট এলাকার গোয়াইনঘাট উপজেলার ব্রাক শিক্ষা কর্মসুচীর পেইসভুক্ত ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক ছাত্রবন্ধু অংশ গ্রহন করে। দিনব্যাপী ছাত্রবন্ধু মিলনমেলা-২০১৪ অনুষ্ঠানে ছাত্রবন্ধুদের নিয়ে র্যা লী, স্বেচ্ছাসেবার মাধ্যমে ছাত্রবন্ধুদের অভিজ্ঞতা বিনিময়, গনিত ও ইংরেজী বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতি পরিবেশনা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রবন্ধু মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুল ইসলাম। সিলেট জেলা ব্রাক শিক্ষা কার্যক্রম প্রতিনিধি বিভাস চন্দ্র সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সুচীত মিলনমেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাক শিক্ষা কর্মসুচী সিলেট-এর আঞ্চলিক ব্যাবস্থাপক মো: রফিকুল ইসলাম, এলাকা ব্যাবস্থাপক কোহিনুর বেগম। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ও গন্যমান্য ব্যাক্তিবর্গের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই কর্মসুচীর আওতায় গোয়াইনঘাট উপজেলার প্রায় ৯০০ জন ছাত্রবন্ধু স্বেচ্ছাসেবার মাধ্যমে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

Previous articleছাত্রলীগ সরকারের অর্জন ম্লান হতে দেবে না: ছাত্রলীগ সভাপতি
Next articleঝিনাইদহে সরকারী প্রাথমিক শিক্ষসেবা বিষয়ক মতবিনিময় সভা