Home Uncategorized সমস্ত পুরুষদের উদ্দেশে বার্তা এক মেয়ের, এসো আমাকে ধর্ষণ করো (ভিডিও)

সমস্ত পুরুষদের উদ্দেশে বার্তা এক মেয়ের, এসো আমাকে ধর্ষণ করো (ভিডিও)

411
0

Rape Koro
ডেস্ক রিপোর্ট: ভারত এমন একটা দেশ, যেখানে এখন একটি একবছরের শিশুকন্যা কিংবা একজন নব্বই বছরের বৃদ্ধা, কেউই নিরাপদ নয়। যেকোনও বয়সের নারী যেকোনও সময় একজন বিকৃত যৌন মনোভাবের পুরুষের লালসার শিকার হতে পারে। আগে যেখানে নারীদের মায়ের আসনে বসানো হত, সেখানে এখন একজন মহিলা, রাস্তা দিয়ে হেঁটে গেলে, শিক্ষা, বয়স নির্বিশেষে বেশিরভাগ পুরুষই সেই নারীকে ‘আইটেম’, ‘মাল’, ‘চিজ’, এই ধরণের ভাষার প্রয়োগ করে সম্মোধন করে।
প্রতিদিনই খবরের কাগজ, টিভি বা সোশ্যাল মিডিয়ার পাতা ভরে যায় না না বয়সের নারীর ধর্ষণ, শ্লীলতাহানির খবরে। অনেক সময়ই আমাদের সমাজ মেয়েদেরকেই এই পরিস্থিতির জন্য দায়ী করে। তাঁদের কথায়, বেশী রাত পর্যন্ত বাইরে থাকা, ছোট পোশাক, পাবে বা বারে যাওয়া এরজন্যে অনেকাংশে দায়ী।এই ভিডিওটি হচ্ছে সেই সমস্ত মানুষের জন্যে, যে বা যাঁরা এই ধরণের পরিস্থিতির জন্য সমস্ত দোষটাই একজন মহিলার ওপর চাপিয়ে দেন। তাঁদের বিদ্রুপ করেই এই ভিডিওটি বানানো হয়েছে।

Previous articleসহিংসতায় সাধারণ মানুষের মৃত্যু আমাকে পীড়া দেয়: প্রধান বিচারপতি
Next articleপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড এই মুহূর্তে বন্ধ করুন: জামায়াত