জগন্নাথপুর: বিশিষ্ট শিক্ষাবিদ লে:কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব:) বলেছেন, সমাজ পরিবর্তনে তরুণ প্রজন্মকে নিজস্ব সাহিত্য-সংস্কৃতির ময়দানে গুরুত্ব পুর্নভুমিকা পালন করতে হবে। ভিন্নদেশী অপসাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের তরুণ প্রজন্মআজ অনেকটাই বিপথ গামী। তাই দেশ প্রেমিক সকল নবীন-প্রবীন কবি,সাহিত্যিক,সাংবাদিকদের আজ জেগে উঠতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় সুস্থ্যধারা ফিরিয়ে আনতে অশ্লীলতাপুর্ন সাহিত্য চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আজকের তরুণরাই আগামী দিনের সমাজ বির্নিমানের মুল চালিকা শক্তি। তাই এই শক্তিকে কাজে লাগাতে সাহিত্য সংগঠনের প্রয়োজনীয়তা অনেক। তিনি ১৫ নভেম্বর সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে সৈয়দপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক সাহিত্য আডডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সৈয়দপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের নির্বাহী সভাপতি সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সমম্পাদক সৈয়দ হাফিজ উদদীনের পরিচলনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন-গবেষণা অফিসার ইসলামী ফাউন্ডেশন, কবি মুকুল চৌধরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -কবি দিলওয়ার পরিষদের সহ-সভাপতি, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল।
লেখক ও কলামিষ্ট এড: জিয়াউর রহিম শাহীন, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন- সৈযদপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া, সমাজ সেবক ও শিক্ষানুরাগি সৈয়দ মুসাব্বির আহমদ, সৈযদপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি সৈয়দ সালেহ আহমদ, সমাজ সেবক সৈয়দ খায়রুল ইসলাম, সৈযদপুর সাধারন পাটাগারের সাবেক গ্রন্থ পরিচলক সৈয়দ মারুফ আহমদ।
সৈযদপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-প্রচার সমম্পাদক মাও: সৈয়দ শামিম আহমদের কোরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরুতেই সাগত বক্তব্য রাখেন, সৈযদপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের অর্থ সমম্পাদক সৈয়দ মিজান আহমদ,যুগ্ম সমম্পাদক সৈয়দ জুন্নুন জাকেরিন, সাহিত্য সমম্পাদক সৈয়দ আখতার হোসেন, সাংগঠনিক সমম্পাদক সৈয়দ সলিম আহমদ, জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যাণ পরিষদ সৈযদপুর শাহারপার ইউ/পি সাংগঠনিক সমম্পাদক মো:সুজেল খাঁন, সৈযদপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সংস্কৃতি সমম্পাদক-সৈয়দ কামাল আহমদ,সহ-সাংগঠনিক সমম্পাদক মোঃ দিদার আহমদ,সহ-অর্থ সমম্পাদক মোঃ এমরান হোসেন, সহ-সাহিত্য সমম্পাদক সৈয়দ আলী হাসান,সহ-প্রকাশনা সমম্পাদক সৈয়দ শাহিনুর মিয়া, সাহেল খাঁন, জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যান পরিষদ সৈয়দপুর শাহারপারা ইউ/পি অর্থ সমম্পাদক মোঃ জাবির আহমদ, সৈযদপুর জিয়া শিশু কিশুর পরিষদের আহবায়ক মোঃ জামিল খাঁন, আব্দুল আহাদ, মোঃ মঈনুল শিকদার, সৈয়দ কুরুস, সৈয়দ মুক্তার, সৈয়দ ইমন মিয়া, সৈয়দ আলী হাসান, সৈয়দ সাজনুর আহমদ, সৈয়দ রুবেল আহমদ, সৈয়দ হামজা আহমদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সৈযদপুরের নবিন/ প্রবিন লেখক ও গুণিজন সর্ব স্তরের জনতা উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানেরর শুরুতে অতিথি বৃন্দ সৈয়দপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রকাশিত “সাহিত্য বার্তা” পত্রিকার মোডক উম্মোচন করেন।