Home জাতীয় সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাসেঁর সত্যতা পাওয়া গেছে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাসেঁর সত্যতা পাওয়া গেছে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

540
0

88702_MP 25.11.14
ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাসেঁর সত্যতা পাওয়া গেছে। একটি চক্র উদ্দেশ্যমুলক ভাবে প্রশ্নপত্র ফাঁস করছে। বিষয়টি তদন্তের জন্য জেলা প্রসাশকদের নির্দেশ দেয়া হয়েছে । তাদের রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলতে পারবনা। তদন্তের সুপারিস অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৃহস্পতিবার হরতাল হলে বুধবারে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

Previous articleলতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশ
Next articleলতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ