Home জীবনযাপন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

862
0

ঢাকা: সম্পর্ক তৈরি করা যত কঠিন, ভেঙ্গে দেওয়া তার চেয়ে কয়েকশো গুণ সহজ৷ তাই জানুন কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়!

১. ভুল-ত্রুটি কেয়ার করিনা

যখন আপনি একটি সম্পর্কে যাবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে এই দুনিয়ায় কেউই মিস্টার পারফেক্ট বা মিস পারফেক্ট হয়না৷ ভুলত্রুটি নিয়েই জীবন৷ তাই আপনি যখন কারও প্রতি আকর্ষণ অনুভব করবেন, তখন তার ভুলত্রুটি গুলি চিহ্নিত না করে বরং ভুল-ত্রুটি গুলি অগাহ্য করুন৷সম্পর্ক এগোলে আপনারা নিজেই একে অপরের ভাল-মন্দ দিক গুলি খুঁজে পাবেন৷ এই সময় আপনাদের একে অপরকে বোঝা ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন৷ যদি আপনি সম্পর্কের ক্ষেত্রে খোলা মনের হন তাহলে সঙ্গী সহজেই আপনাকে বিশ্বাস করবে৷তাই সহানুভূতিশীল ও খোলা মনের হয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যান৷

২. বর্তমানটাকে উপভোগ করুন

বাকিরা কী ভাবছে তা ভেবে আপনার কাজ কি? সম্পর্কের বিভিন্ন রকম স্তর হয়৷ আপনার সম্পর্কে তৃতীয় কারও হস্তক্ষেপ সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করায়৷যখন আপনি কাউকে আপনার জীবন সঙ্গী হিসেবে বাছবেন তখন আপনি নিজে ভাবুন এই সম্পর্ক আপনার জন্য সঠিক কিনা? অন্য কারও মতামতকে প্রাধান্য দেবেন না৷এতে আখেরে আপনারই ক্ষতি৷
৩. মনের আয়নায় স্বচ্ছ থাকুন

নিজের কাছে স্বচ্ছ থাকা একটি সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷সম্পর্কে থাকুন আর না থাকুন নিজের কাছে স্বচ্ছ থাকা খুবই গুরুত্বপূর্ণ৷এমন নয় আপনাকে সত্য কথায় ধর্মপুত্র যুধিষ্ঠির কেও হার মানাতে হবে৷ তবে, এমন কিছু বলবেন না যাতে নিজেই নিজের মুখোমুখি হতে না পারেন৷

৪. সমতা বজায় রাখুন

আমরা বলছি না আপনি নিজের স্বাধীনতা ভুলে যান৷ কিন্তু আপনি যদি সপ্তাহান্তে একদিন দু’ঘন্টার জন্য আপনার সঙ্গীকে সময় দেন, তাহলে আপনি অন্যায় করছেন৷অন্তত রোজ রাতে একসঙ্গে সময় কাটালে সম্পর্কের ভাল দিক প্রকাশ পায়৷এতে আপনি কখনও সঙ্গীর থেকে দূরে যাবেন না৷আপনার সঙ্গীর মধ্যেই আপনার দুনিয়া বানিয়ে নিন৷বন্ধুরা তাঁদের জায়গায় বিশেষ মানুষটির যায়গা সবার থেকে আলাদা৷

৫. যোগাযোগই সম্পর্কের চাবিকাঠি

মনের কথা প্রকাশ করতে কখনও ভয় পাবেন না৷যদি আপনি আপনার অনুভূতিগুলি প্রকাশ না করেন, তবে আপনার সঙ্গী আপনার মনের কথা জানবে কী করে? আরে মশাই সে তো আর জ্যোতিষ নয়৷সম্পর্ক একটি টু ওয়ে রাস্তার মতো তাতে একে অপরের সুবিধা অসুবিধাগুলি বোঝা খুব জরুরি৷

Previous articleআশুরার চেতনা ধারণ করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: খালেদা জিয়া
Next articleজগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন