Home রাজনীতি সরকারের কাছে কত গুলি আছে দেখতে চাই: মির্জা আব্বাস

সরকারের কাছে কত গুলি আছে দেখতে চাই: মির্জা আব্বাস

577
0

Mirza Abbas 01
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হামলা, মামলা আর হত্যা করে সরকারবিরোধী দলের আন্দোলন বন্ধ করতে চায় সরকার। সরকারের কাছে কত গুলি আছে আমরা তা দেখতে চাই। গুলি বুকে নেয়ার জন্য আমরা প্রস্তুতি আছি। সরকারের উদ্দেশে তিনি বলেন, গুলি শেষ হয়ে গেলে আপনারা কী করবেন? বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বে না। খালেদা জিয়ার হুঙ্কারে তখত নড়বড়ে হয়ে যাবে। আপনারা টিকে থাকতে পারবেন না। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানন্ত্রীর উদ্দেশে আব্বাস বলেন, আগে যা করেছেন করেছেন। বাংলাদেশের মানুষ অনেক দয়ালু। সব মাফ করে দেবে। দয়া করে আর স্বৈরাচারের খাতায় নাম লেখাবেন না। কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় এদেশের মানুষ জানে। জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

Previous articleঅবৈধ গাড়ির বিরুদ্ধে নতুন কৌশলে অভিযান: ওবায়দুল কাদের
Next articleজেরুজালেমের রাজপথে তীব্র লড়াই