ঢাকা: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,গার্মেন্টস শ্রমিকেরা যখন তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করে তখন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকারের কিছু কুচক্রিমহল এবং কিছু নামধারী শ্রমিক নেতারা এই শিল্পকে ধ্বংস করার জন্য ষরযন্ত্রে লিপ্ত হয়।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়নের নামে শ্রমিকরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এটা কতবড় অমানবিক কাজ, এখানে শ্রমমন্ত্রী থাকলে আমি তাকে বলতাম। মালিকরা অন্যায় করলে কোন ব্যবস্থা নেয়া হয় না, শ্রমিকরা আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হয়। এই বৈশম্য মেনে নেয়া যায় না।
তিনি বলেন, বিএনপি একবার বলে যুদ্ধাপরাধীদের বিচার চাই, আবার বিচার করা হলে বলে এটা রাজনৈতিক প্রতিহিংসা। এতেই প্রমাণিত হয়, যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপির-জামাত জোটেরে আন্দোলনের মূল লক্ষ্য।’মেনন বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর বিএনপি প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
বিএনপি চেয়ারপার্সনকে হুশিয়ারি করে তিনি বলেন, ধর্মীয় জঙ্গিগোষ্ঠী জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে তত্ত্বাবধায়ক সরকার কেন, কোন সরকারের আমলেই নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহন করতে হলে অবশ্যই যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে।