Home বাংলাদেশের সংবাদ সরকারের ঘর পরিষ্কারে দুর্নীতি অর্ধেক কমবে: ওয়ার্কার্স পার্টি

সরকারের ঘর পরিষ্কারে দুর্নীতি অর্ধেক কমবে: ওয়ার্কার্স পার্টি

449
0

সরকারের নিজেদের ঘর পরিষ্কার করলেও দেশে দুর্নীতি অর্ধেক কমে যাবে বলে মনে করছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সকালে কিশোরগঞ্জ শহরে পার্টির জেলা কমিটির বর্ধিত সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কথা বলেছেন।

তিনি বলেন, রাঘব-বোয়ালদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসার আশঙ্কায় সরকারের কথিত দুর্নীতিবিরোধী ও ক্যাসিনা বিরোধী অভিযান মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বামজোটের এই অন‌্যতম নেতা বলেন, ‘মাদক ও ভেজাল বিরোধী অভিযানের মত চলমান অভিযানও পথ হারিয়েছে, দুর্বল হয়ে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানের বিশ্বাসযোগ্যতা প্রমাণে অনতিবিলম্বে ব্যাংক ও আর্থিক খাতের মেগা দুর্নীতিবাজ মাফিয়াদের গ্রেফতার করুন, লুট হওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধার করুন। ’

Previous articleমেরে ফেললেও বিচার নেই ট্রাম্পের: আদালতে আইনজীবী
Next articleচিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল