Home জাতীয় সরকারের চাপে ধানের শীষের প্রচারে মাঠে নেই জামায়াত: গয়েশ্বর

সরকারের চাপে ধানের শীষের প্রচারে মাঠে নেই জামায়াত: গয়েশ্বর

780
0

রাজশাহী: সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের চাপে বিএনপির সঙ্গে ধানের শীষের প্রচারে ভোটের মাঠে জামায়াত নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘জামায়াতকে একদিকে চাপে রাখে আবার অন্যদিকে জামায়াতকে কাছে টানারও নানা কৌশল অবলম্বন করছে তারা। কিন্তু এখনো জামায়াত তাদের কথায় সায় দেয় নায়। জামায়াত এখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় ঐক্য জোটের সঙ্গে আছে। সে কারণে জামায়াতের উপর তাদের আলাদা নজর আছে এবং জামায়াতের নেতাকর্মীদের যেকোন মুহূর্তে গ্রেফতার করতে পারে এ আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে’।

বৃহস্পতিবার রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

সিটি ভোটে বিএনপির সঙ্গে প্রচারে জামায়াত নেই কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বি‌রোধী রাজনৈতিক কণ্ঠ স্তদ্ধ করার জন্য ২০ দলীয় জোটের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মামলা, মোকাদ্দমা, হামলাসহ নানাভাবে হয়রানি চলছে। তার মধ্যে জামায়াতকে আলাদা চাপে রাখা হচ্ছে।’

বিএনপির সঙ্গে জামায়াতের কোন টানপোড়ন চলছে কি না সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, ‘চাওয়া পাওয়ার ব্যাপারে কোথাও কোথায় মতভেদ থাকবে। কিন্তু মৌলিক প্রশ্নে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ২০ দলীয় জোট ঐক্যমতে’।

এ সময় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া দূর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তাফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।

Previous articleসিলেট সিটি নির্বাচন; ইসলামী দলসমূহের শক্তি প্রদর্শনের সুযোগ !
Next articleদণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আদালত: হানিফ