Home রাজনীতি সরকার জনগণের ভোটের অধিকার ধ্বংস করে দিয়েছে: আবদুর রব

সরকার জনগণের ভোটের অধিকার ধ্বংস করে দিয়েছে: আবদুর রব

391
0

সাতক্ষীরা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার জনগণের ভোটের অধিকার ধ্বংস করে দিয়েছে।  সোমবার সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, জাতীয় সংসদ এবং পরবর্তীতে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে সরকার প্রমাণ করেছে জনগণের ভোট দেয়ার কোন প্রয়োজন নেই। তাদের প্রয়োজনেই সরকার ভোট দিয়ে নেবে। জনগণের ভোট দলীয় কর্মীরা ও প্রশাসনে নিয়োজিত ব্যক্তিরা প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে সুতরাং জনগণকে আর ভোটকেন্দ্রে যেতে হবে না।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে অতীতে যারাই ছিনিমিনি খেলেছে তারাই একদিন ইতিহাসের আঁস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে। সরকার আর সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে সক্ষম নয়।

জেএসডি সভাপতি আরো বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না করলে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান না করলে দেশের বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান হবে না।

অ্যাডভোকেট মো. মোসলেমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন- জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এম এ গোফরান, সুধাংশু শেখর সরকার, আতিয়ার রহমান, মীর জিল্লুর রহমান, ফারুক মাহবুবুর রহমানসহ জেএসডির স্থানীয় নেতৃবৃন্দ এবং সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Previous articleমন্ত্রীসভার বৈঠকে ৩ আইনের অনুমোদন
Next articleর‌্যাবের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে গুমের চেষ্টার অভিযোগ