
ঢাকা: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকারি দলের সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে অস্ত্র উচিয়ে মানুষ হত্যা করছে, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আর জামায়াত-শিবিরের নিরাপরাধ নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে আবদ্ধ রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে কষ্ট দিচ্ছে। শনিববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে অধ্যাপক মুজিব আরো বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: মুজিবুর রহমানকে শুক্রবার অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে জাতির সামনে প্রকাশিত হয়েছে।
জামায়াত নেতা মো: মুজিবুর রহমানসহ সারাদেশে জামায়াত-শিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।