Home জাতীয় সরকার পরিবর্তনে উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচি দেবে বিএনপি: মওদুদ আহমদ

সরকার পরিবর্তনে উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচি দেবে বিএনপি: মওদুদ আহমদ

550
0

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার পরিবর্তনে উপযুক্ত সময়ে আন্দোলনের কঠোর কর্মসূচি দেবে বিএনপি। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মওদুদ আহমদ বলেন, সরকার কোনো ভবিষ্যৎ নাই -এমন একটি সময় আসবে। আমি তো নির্দিষ্টভাবে বলতে পারি না- এই কিছু দিন অপেক্ষা করেন। এই একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটা কোনো নরম বা ওই ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কারণ আমরা জানি কোনো ফ্যাসিবাদ সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মাতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না। পৃথিবীর কোথাও সম্ভবপর হয়নি, আমাদের দেশেও অতীতে হয়নি।
নির্বাচন সুষ্ঠু করতে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ টেনে মওদুদ আহমদ বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী আন্দোলন হয়। আমি অনেকবার বলেছি, সংবিধান মানুষের উর্ধেব নয়। সংবিধান কোনো দিন বাধা হবে না। অনেকে বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে হবে। মোটেই না।

Previous articleপ্রতিবারই বাজেট ৯৫ শতাংশের বেশী বাস্তবায়িত হয়: হাছান মাহমুদ
Next articleএই বাজেটে বেকারত্বের সমাধান হবে না: মান্না