Home জাতীয় সরকার ব্যর্থ ব‌লেই ছাত্ররা আন্দোলন করতে বাধ্য হয়েছে: মঈন খান

সরকার ব্যর্থ ব‌লেই ছাত্ররা আন্দোলন করতে বাধ্য হয়েছে: মঈন খান

433
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ বলেই শিশুরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়ন এবং বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় মঈন খান এ মন্তব্য করেন।

তি‌নি ব‌লেন, ‘দেশে যেই সত্য কথা বলবে তাকেই মামলা দিয়ে দাবিয়ে রেখে একনায়কতন্ত্র কায়েম করবে আওয়ামী লীগ সরকার। কিন্তু বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না এটা প্রমাণিত হয়েছে এই কোমলমতি শিশুদের আন্দোলনের মাধ্যমে। দেশের জনগণ একদিন জেগে উঠবে আর সেদিন এই সরকার পালানোরও রাস্তা খুঁজে পাবে না।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ছাত্ররা বুঝতে পেরেছে, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই তারা রাস্তায় নেমে সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তারা সরকারের অত্যাচার- অনাচারের বহিঃপ্রকাশ ঘটা‌চ্ছে, যা গত দুই-তিন দিন রাজধানীতে দেখা যাচ্ছে ।

Previous articleতিন সিটিতে অনিয়ম বিএনপি করেছে: জয়
Next articleশিক্ষার্থীদের ওপর ভর করছে বিএনপি: ওবায়দুল কাদের