ঢাকা: শান্তি চুক্তি বাস্তবায়নে সন্তু লারমার অহযোগ আন্দোলনের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের মেয়াদেই শান্তি চুক্তির গুরুত্বপূর্ন বিষয়য়গুলো বাস্তবায়ন করা হবে। শনিবার সকালে বান্দরবান কেরানীর হাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
যোগযোগ মন্ত্রী বান্দরবান কেরানীর হাট সড়কের রেইছা, সুয়ালক, বাজালিয়া দস্তিদার হাট এলাকাসহ সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে নির্মিত একটি সেতুর নির্মান কাজও পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তার সাথে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাশ ভট্রাচার্য, সড়ক বিভাগের চট্রগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী সাাইফুল আলম, বান্দরান অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলামসহ সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগযোগ মন্ত্রী আরো বলেন চট্রগ্রাম, পার্বত্য চট্রগ্রাম ও কক্সবাজার নিয়ে আন্তজাতিক মানের একটি পর্যটন ভিলেজ গড়ে তুলার কাজ শুরু করা হয়েছে। এ সরকারের সময়ে সারা দেশে সড়ক যোগযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন সাধিত হয়েছে। দেশের আর্থনীতিতে বড় ধরনের ভ’মিকা রাখতে পারবে পার্বত্য চট্রগ্রাম। প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে এ এলাকার প্রতি। এ অঞ্চলে সড়ক যোগযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সাধারন মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান যোগাযোগ মন্ত্রী।