মৌলবীবাজার: সাংবাদিকদের উদ্দেশ করে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে লিখবেন না, রানা প্লাজার খবর সারা পৃথিবীতে যেভাবে প্রচার হয়েছে তাতে বাংলাদেশের জিএসপি সুবিধা চলে গেছে। গামেন্ট মালিকরা অতিষ্ট হয়ে গেছেন, তাদেরকে রাস্তায় নামিয়ে ফেলেছেন। সাংবাদিকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। জামায়াত ও বিএনপির উদ্দেশে তিনি বলেন, তাদের দিন শেষ। রাস্তায় আন্দোলন করলে তাদের হাত-পা ভেঙে দিতে হবে।
তিনি শুক্রবার দুপুরে মৌলবীবাজারের কমলগঞ্জে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মানী বই, দুঃস্থ, স্বেচ্ছাসেবী, সামজিক ও শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক অুনদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, কমলগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মনিম তরফদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।