Home আঞ্চলিক সাংবাদিক নাইম তালুকদারের ফুফু’র বিয়ে সম্পন

সাংবাদিক নাইম তালুকদারের ফুফু’র বিয়ে সম্পন

823
0

বিশেষ প্রতিনিধি: আমেজ ও উদ্যিপনার মধ্যদিয়ে শুক্রবার দিরাই বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে সাংবাদিক নাইম তালুকদারের ফুফু’র বিয়ে সম্পুর্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল নেতা নেছার আলম শামীম, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাংবাদিক সজিব রশিদ চৌধুরী, সাংবাদিক সাংবাদিক নাইম জমিয়ত নেতা মাও নুর হুছাইন তালুকদার, দঃ সুনামগঞ্জ বি.এন.পি নেতা জসিম উদ্দীন, সাংবাদিক ইমরান, সাংবাদিক জামিল সাংবাদিক, শুয়াইব আহমেদ, দিরাই যুবলিগ নেতা কাইয়ুম মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল ইসলাম প্রমুখ।

Previous articleহবিগঞ্জের ৪ শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হবে: চুমকি
Next articleজগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থী মাঠে