Home ফিচার সাঈদ খোকনের ইলিশ: মির্জা আব্বাসের মগ

সাঈদ খোকনের ইলিশ: মির্জা আব্বাসের মগ

472
0

Sayed-Abbas
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ইলিশ মাছ প্রতীক। আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন মগ প্রতীক। এছাড়া এ ছাড়া জাতীয় পার্টির সমর্থিত মো. সাইফুদ্দিন মিলন পেয়েছেন ‘সোফা’ প্রতীক। গোলাম মওলা রনি পেয়েছেন আংটি প্রতীক। দক্ষিণে ২০ জন মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির রিটার্নি কর্মকর্তা মীর সরোয়ার মোর্শেদ এই প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনসহ আরো ছয়জন ইলিশ মাছ প্রতীক চেয়েছিলেন। তখন সাঈদ খোকন অন্যদের উদ্দেশে বলেন, এটা আমার বাবার প্রতীক। এই প্রতীক নিয়ে আমার বাবা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এটা আমার আবেগের প্রতীক। আপনারা যদি এই প্রতীক আমাকে ছেড়ে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব।
এরপর সবাই তাকে সমর্থন দিলে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ সাঈদ খোকনকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেন।
এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসসহ সাত জন হাতি প্রতীক চান। ফলে মির্জা আব্বাসসহ বাকিদের প্রতীক চূড়ান্ত করতে লটারি হয়। লটারি শেষে হাতি প্রতীক না পাওয়ায় মগ প্রতীক নিয়েছেন মির্জা আব্বাস। শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটে তাকে মগ প্রতীক বরাদ্দ দেন দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আরও পাঁচ মেয়র প্রার্থী হাতি প্রতীক পেতে আবেদন করায় মগ প্রতীক নিয়েই নির্বাচন করবেন আব্বাস। টানা এক ঘণ্টা প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে ব্যর্থ হওয়ায় আব্বাসের প্রতিনিধিরা মগ প্রতীক নির্ধারণ করেন।
ঢাকা দক্ষিণে প্রার্থীদের নাম ও প্রতীক : আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাঈদ খোকন ‘ইলিশ মাছ’, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন ‘চরকা’, এ এস এম আকরাম ‘ক্রিকেট ব্যাট’, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হুসেন ‘ঈগল’, বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এম আসাদুজ্জামান রিপন ‘কমলালেবু’, দিলীপ ভদ্র ‘হাতি’, সিপিবি-বাসদের প্রার্থী বজলুর রশীদ ফিরোজ ‘টেবিল’, মশিউর রহমান ‘চিতাবাঘ’, বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ‘মগ’, মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ‘লাউ’, মো. আবদুর রহমান ‘ফ্লাক্স’, মো. আবদুল খালেক ‘কেক’, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. গোলাম মাওলা রনি ‘আংটি’, মো. জাহিদুর রহমান ‘ল্যাপটপ’, মো. বাহরানে সুলতান বাহার ‘শার্ট’, মো. রেজাউল করিম চৌধুরী ‘টেবিল ঘড়ি’, জাসদের মো. শহীদুল ইসলাম ‘বাস’, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী ‘ময়ূর’, জাতীয় পার্টি (জাপা) সমর্থিত মো. সাইফুদ্দিন মিলন ‘সোফা’ ও শাহীন খান ‘জাহাজ’ প্রতীক পেয়েছেন।

Previous articleদেখা করলেন ম্যাজিস্ট্রেট, সিদ্ধান্ত জানাননি কামারুজ্জামান
Next articleসালাহ উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই আছে: মওদুদ