ঢাকা: বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারকে সাক্ষাৎ করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেকেছে কারা কর্তৃপক্ষ। সালাহউদ্দিন কাদেরের বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, দুটি পরিবারই কারাগারের পথে রয়েছে। এটি শেষ দেখার করার জন্য কি না তা কেউ স্পষ্ট করে বলেননি। তবে ঘটনা প্রবাহ দেখে অনেকেই ধারণা করছেন যে আজ রাতেই এই দুই রাজনীতিকের ফাঁসি কার্যকর করা হতে পারে।