ঢাকা: যাচাই বাছাই শেষে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
আবেদনে কী বলা হয়েছে, জানতে চাইলে আইনমন্ত্রী জানান, কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, দুজনই প্রাণভিক্ষার আবেদন করেছেন। তাঁরা প্রাণভিক্ষার আবেদন ছাড়া আর কিছু পাঠাতে পারেন না। একমাত্র প্রাণভিক্ষার আবেদন করার সুযোগই তাঁদের আছে। এতে কী লেখা আছে, সেটা দেখার বিষয় তাদের নয়। কারা কর্তৃপক্ষ প্রাণভিক্ষার আবেদন মনে করেই পাঠিয়েছেন।