নিউজ ডেস্ক: ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনঃবিচারে সাক্ষ্য গ্রহণ শেষে দেশে ফিরেছেন ফেলানীর বাবাসহ প্রতিনিধি দল। সোমবার রাত ৯টার দিকে ফেলানীর বাবা নুর ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বিজিবি ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম লালমনিরহাটের বুড়িমারী চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর আগে কোচবিহারে বিএসএফের সদর দফতরের সোনারী ছাউনীতে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেলানীর বাবা নুর ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, আদালতে সাক্ষীর জেরা ও জবানবন্দী গ্রহণ করেন ভারতের ডিফেন্স অফিসার মিষ্টার সিন্ধু। পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীর সভাপতিত্ব করেন, ডিইজি সিপি ত্রিবেদী। এসময় ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ উপস্থিত ছিলেন।