সাতক্ষীরা: নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে জামায়াতের ১৬ জন ও শিবিরের দুই কর্মী রয়েছেন। অভিযানকালে নিয়মিত মামলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।